সত্য বড় নির্মম হয়, সুতরাং সত্যটা জানতে চেও না।
শুধু এটাই জেনে রাখো আমি চেয়েছিলাম তোমায়,
একটু শান্তি, এতটুকু ভালোবাসা!
সত্যটা বড্ড নির্মম,
নির্মমটাকে মমতা দিয়ে মিথ্যার বেসাতি সাজাতে বলো না আমায়,
মিথ্যে যতই সুন্দর হোকনা কেন এটাতো মায়া,
নরকাগ্নির দহনসম জ্বালাময় বিষাক্ত কায়া।।।।
09122014
