রাসুল-আল্লাহ (দঃ) এর পুত্র ইব্রাহীম এর মৃত্যুর সময় আরবে সূর্যগ্রহণ হয়। তখন কিছু লোক এইটা মনে করতে থাকে যে রাসুল (দঃ) এর পুত্রের মৃত্যুতে আকাশ অন্ধকার হয়ে সূর্যগ্রহণ হয়েছে। রাসুল (দঃ) এর কাছে এই সংবাদ পৌছানোর পর তিনি বলেন,

“চন্দ্র এবং সূর্য আল্লাহর দুই নিয়ামত। এদের গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর জন্যে হয় না। সুতরাং যখনই তোমরা চন্দ্র বা সূর্যগ্রহণ হতে দেখবে আল্লাহর জিকির করবে ও প্রার্থনা করবে।”

সহিহ বুখারি

রাবি- আবু মাসঊদ

(ভলিউম – ২, বই – ১৮, নাম্বার – ১৬৫)

সুতরাং কারো মৃত্যুর সাথে প্রাকৃতিক কোনো ঘটনা বা দুর্ঘটনা মিলানোটা অনৈসলামিক ও জাহিলিয়াত।