আজকের সৌদি আরবের সৌদ বংশ হলো রাসুল (সঃ) এর সময়ের বনু হানিফা গোত্রের বংশধর। তাদের বাসস্থান ছিলো মধ্য আরবের রিয়াদ অঞ্চলে (যা সৌদ দের বর্তমান রাজধানী)।
সুন্নীদের প্রথম খলিফা আব-বকর এর সময় বনু হানিফা বিদ্রোহ করে এবং তাদের নিজস্ব নবী হিসেবে মুসলামা ইবন হাবিব আবির্ভূত হয়। মুসলামা কে আমরা মুসাইলামা আল কাদধাব (ফারসি উচ্চারণে কাজ্জাব) অর্থাৎ মিথ্যেবাদী পিচ্চি মুসলামা (Tiny Muslama the big Liar) নামে পরিচিত। ইয়ামামার যুদ্ধে মুসাইলামা নিহত হয় ও বনু হানিফা আত্মসমর্পন করে। কিন্তু তারা পুরোপুরি ইসলাম গ্রহণ করে নি।
আঠারো শতক পর্যন্ত মুসাইলামার অনুসারীরা টিকে ছিলো। গুজব আছে যে সৌদরা মুসাইলিমা প্রভাবিত ইসলামের অনুসারি ছিলো। আব্দুল ওয়াহাবের রিফর্মের আগে। হাজার হোক তাদের নিজস্ব নবী ছিলো মুসাইলামা। আব্দুল ওয়াহাবের রিফর্মের পর মুসাইলামার ধর্মের অনুসারীরা হারিয়ে যায়।
