মিশরীয়দের রাজা – ফিরাউন
হাইরোগ্লিফ উদ্ধার হওয়ার পর বুঝা গেল সব মিশরিও রাজা ফেরাউন ছিল না। ফারাও শব্দের অর্থ বিশাল ঘর।
ফেরাউন বলতে আমরা যা বুঝি এরা প্রায় ১৩০০ BC আগে থেকে রাজত্ব শুরু করে। তারা একই সাথে লিডার এবং ধর্মীয় পন্ডিত ছিল আরকি ( একাডেমিক টেক্সট অনুসারে বলা হচ্ছে আরকি , আসলে এরা নিজেদেরে খোদা দাবী করত) এরপরে ফারাও টাইটেল ওত জোড়ালো ছিল না।
ফেরাউন রা কয়েকশ বছর টানা রাজত্ব করেছে। এরা নিজেদের দেবতার কাছকাছি ভাবত। ফেরাউন দের মমি আলাদা ছিল । মমির উপরে লিখা থাকত তাদের কাহিনী। সবচেয়ে বিখ্যাত ফারাও রাজা হচ্ছে রামেসিস ২ । ৯৬ বছর বাঁচেন। সে অনেক গুলা যুদ্ধ জয় করেছে এবং অনেক গুলা মন্দির তৈরি করেছে যেখানের নিজের মূর্তি ছিল। এরকম মন্দির ৬০ টা । আর নিজের ভাস্কর্য আছে প্রায় ৩৫০ এর টার মত। এগুলা একেকটা বিশাল আকারের। সব গুলার ভিডিও পাওয়া যায়।
মরিস বুকাইলি এর ইসলাম গ্রহণ এর ঘটনা তো অনেকেই জানি। সে রামাসিস ২ এর মমি খুলে প্রধান আর্কিওলজিস্ট হিসেবে। সে মমি দেখেই বেশ কিছু চিন্তা করে ইসলাম গ্রহণ করে । এরপর একটা বিখ্যাত বই লেখেন কুরআন ও আধুনিক বিজ্ঞান নামে।
এইসব বিষয় নিয়ে অনেক পক্ষে বিপক্ষে মতামত আছে। বিতর্কে গেলাম না।
কিন্তু ইতিহাসে রামেসিস – ২ একটা বড় ক্যারেক্টার । ওর মন্দির গুলা এত বিশাল যে ওয়াশিংটন ডিসির বিল্ডিং গুলাও ছোট মনে হবে । পুরা মিশর জুড়ে তার ভাস্কর্য বানানো।
মজার একটা ঘটনা হচ্ছে রামেসিস – ২ এর মমি মিশর যখন ফেরত চায় ফ্রান্সের কাছে, তার জন্য পার্সপোর্ট বানাতে হয়েছিল।
এবং এয়ারপোর্টে গার্ড অব অনার দেওয়া হয় মিলিটারি থেকে। পার্সপোর্ট এর বিষয়টা সত্য এবং অনেক আলোচিত ঘটনা। বাট নেটে যে ছবি পাওয়া যায় সেগুলা ফেইক । তার পাসপোর্ট এর ছবি কখনোই ফ্রান্স পাবলিশ করে নাই।
কুরআন এ জায়গায় অতুলনীয় কাজ করেছে,
যখন মুসা (আ) এর সাথে কথা হয়েছে কুরআন ফেরাউন শব্দ উল্লেখ করেছে। আর যখন ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা বলেছেন তখন সাধারণ মিশরের রাজা হিসেবে সম্মোধন করেছে। ইউসুফ আলাইহিস সালামের সময় রাজা মিশরীও হলে তাদের ফেরাউন ডাকা হতো না।
বাইবেল ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনাসহ সব জায়গাতেই ফারাও হিসেবে সম্মোধন করেছে।

ছবিঃ ফারাও ২য় রামসেস
লেখকঃ মোহাম্মদ কাওসার
রিসার্চার, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা
