নিঃশব্দের একটা গন্ধ থাকে

বিষন্নতাগুলোরও একটা আলো থাকে

তোমাদের শহরে থাকে অন্ধকার

বুকের ভেতর জমে থাকে নিশুতি চিৎকার।