তুমি জবান কেড়ে নাও আমি কাগজে লিখবো।
কাগজ কেড়ে নাও আমি দেয়ালে লিখবো, আমি রাস্তায় লিখবো।
তুমি কালি কেড়ে নাও আমি রক্ত দিয়ে লিখবো।
কলম কেড়ে নাও আমি হাড় দিয়ে লিখবো।
আমি দেয়ালে লিখলে তুমি দেয়াল ভেঙে ফেলো,
রাস্তায় লিখলে তুমি রাস্তা মুছে ফেলো,
বুকে লিখলে তুমি তা ঝাঁঝরা করো,
সেই ঝাঁঝরা বুক নিয়ে রক্তাক্ত রাস্তার পাশে
ভেঙেপড়া দেয়ালে দাঁড়িয়ে আকাশে বিপ্লব লিখে দিবো।
তোমার জুলুমের কথা লিখে যাবো আমি গাছের ডালে, লেকের পানিতে, আকাশের মেঘে-
বৃষ্টি হয়ে তা ছড়িয়ে যাবে সারা দুনিয়ায়।
এতো স্পষ্ট লিখবো যে অন্ধও পড়তে পারবে,
এতো জোরে স্লোগান দিবো যে বধিরও শুনতে পাবে।
তুমি গ্রেনেড ছুড়ো, লাথি মারো, কামান দেগে শেষ করে দাও
রক্ত থেকে আবার আমি জেগে উঠবো।
আমার রক্ত, আমার হাড়, আমার ক্ষুধার্ত বোনের হাহাকার
সব তোমার জুলুমের সাক্ষ্য দিবো।
আমারই জমিনে আমারই অধিকারকে তুমি ভিক্ষা বলো
সেই তোমাকে আমি অস্বীকার করি,
সেই তোমাকে আমি অস্বীকার করি যে আমারই জমিনে আমারই অধিকারকে দান বলো।
তোমাকে আমি অস্বীকার করি যে আমার ভাইদের বুকে গুলি করো।
সেই তোমাকে আমি অস্বীকার করি যে আমারই উপর হামলা করে আমাকেই হামলাকারী বলো।
জালিমকে তুমি মেনে নিতে বলো আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে?
সেই তোমাকেও আমি অস্বীকার করি,
সেই তোমাকেও আমি অস্বীকার করি যে আমার ভাইদের বুকে গুলি চলতে দেখেও চুপ ছিলে,
রাস্তায় দাঁড়িয়ে মস্করা করেছিলে, ক্ষুধার্ত ভগ্নদের পাশে দাঁড়িয়ে পান করেছিলে,
শীতের রাতে ওদেরকে রাস্তায় ফেলে ঘরের উষ্ণতায় মদের আসর বসিয়েছিলে।
আমি তোমাকেও অস্বীকার করি।
০৪০২২০২০
