রক্তের দাগ কখনো শুকায় না,

কালশিটে লেগে থাকে বুলেটে, বেয়নেটে, শত্রুর বুটে।

শুধু মাটির বুকে মৃদু আর্তনাদে ঢলে পরে শবদেহগুলি

পিচঢালা রাজপথে ধুয়ে যায় কালিমার স্ফুলিঙ্গ।

ধর্ষিতার কাতর চিৎকার আর ধর্ষকের উদ্যগ্ন শীৎকারে মিশে থাকা স্বাধীনতা হারাবার নয়।

ভাষা সে তো নিমিত্ত মাত্র, স্বাধিকারই ছিলো প্রকৃত বিজয়।

21022018