রোজ রাতে এই মাটিতে হানা দেয় একটা মাত্র বোকা পাখি।

বোকা পাখি, বোকা পাখি
উড়বি কি তুই আমার অমাবশ্যার আকাশে?
আনবি কি তুই উষা?
পাখি রে পাখি, তুই বড়ই বোকা।

বুঝিস না কেন তুই,
আকাশ জুরে কিছুই নেই, নেই শূন্যতাও।
সকল তারা, চন্দ্র – সূর্য গিলে খেয়েছে কালো গর্ত।

উড়তে চাস না আর,
হারিয়ে যাবি কালো অন্ধকারে,
সকলের মতো, চিরতরে।

১২০৯২০১৯