তুমি কাঁদলে আমি বিষন্নতার ছবি আঁকি,
তোমার মন খারাপের দিনে আমার আকাশে থাকে কালো মেঘের উঁকিঝুঁকি।
তোমার মুচকি হাসি এনে দেয় এক পশলা শীতল বৃষ্টি
ভেজা মাটির গন্ধ, উদ্দাম আনন্দ, অনন্দেই আমার সৃষ্টি।
তুমি জানো আমি সেই গন্ধকে, সেই সৃষ্টিকে কতোটাই না ভালোবাসি।
০২০৪২০২০
