ওই দিগন্তে সূর্য্য ডুবেছে,
একই শহরে হায় তবু কতো দূরে
একই দিকে হায় তবু ভিন্ন দুই দিগন্তে
দেখাহীন শহরের হাহাকারভরা কাতর নিঃশ্বাসে,
তুমিহীন এক অদ্ভুত সময় তোমারই শহরের পাদদেশে।