

ওই দিগন্তে সূর্য্য ডুবেছে,
একই শহরে হায় তবু কতো দূরে
একই দিকে হায় তবু ভিন্ন দুই দিগন্তে
দেখাহীন শহরের হাহাকারভরা কাতর নিঃশ্বাসে,
তুমিহীন এক অদ্ভুত সময় তোমারই শহরের পাদদেশে।


ওই দিগন্তে সূর্য্য ডুবেছে,
একই শহরে হায় তবু কতো দূরে
একই দিকে হায় তবু ভিন্ন দুই দিগন্তে
দেখাহীন শহরের হাহাকারভরা কাতর নিঃশ্বাসে,
তুমিহীন এক অদ্ভুত সময় তোমারই শহরের পাদদেশে।