একদিন সব শেষ হয়ে যাবে,
পাখিদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, হারিয়ে যাবে সব সুর,
আমি তখনও তোমার গান গাইবো।

একদিন সব শেষ হয়ে যাবে,
কলমের কালি ফুড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সব কাগজ,
আমি তখনও তোমার ছবি আঁকবো।

একদিন সব শেষ হয়ে যাবে,
সূর্য হারিয়ে যাবে রাহুর আড়ালে, অগ্নুৎ্পাতে ধ্বংস হয়ে যাবে সভ্যতা,
আমি তখনও তোমার কবিতা লিখবো।

একদিন সব শেষ হয়ে যাবে,
সব নদী শুকিয়ে যাবে, পৃথিবী হবে বাসের অযোগ্য,
আমি তখনও তোমার জন্য দরজা খোলা রাখবো।

একদিন সব শেষ হয়ে যাবে,
একে একে ভেঙে পরবে সব মসজিদ মন্দির উপাসনালয়,
আমি তখনও তোমারই পূজা করবো।

একদিন শেষ হয়ে যাবে সব,
মৃত্যুর পরোয়ানা নিয়ে তারা আসবে আমাকে নিতে,
আমি তখনও তোমার কথাই ভাববো।

নামপুরুষ –
নিস্তব্ধ প্রকৃতিতে তোমারই গান বাজবে,
কালি ও কাগজহীন প্রকৃতির ক্যানভাসে তোমারই ছবি ভাসবে,
বিধ্বস্ত সভ্যতার ধ্বংসস্তুপে তোমারই কবিতা আবৃত হবে,
বিক্ষুব্ধ পৃথিবীতে তোমারই জন্য দরোজা খোলা থাকবে,
সবকিছু ছাপিয়ে তার বেদীতে তোমারই পূজা হবে,
মৃত্যুর পদযাত্রায় তোমারই চিন্তায় সে বিভোর থাকবে।