বেশি কিছু চাইনি প্রিয়তমা,
চেয়েছিলাম একটু বিশ্বস্ততা,
চেয়েছিলাম দিনশেষে তোমার আঁচলে ফিরে আসতে,
বাহুডোরে তোমাকে বেঁধে কবিতা আওড়াতে।

বেশি কিছু চাওয়ার ছিলো না আমার,
চেয়েছিলাম পেতে দেওয়া বুকটাতে তোমার ক্লান্ত মাথা,
আমার পোষাকে তোমার গন্ধটুকু থাকুক, তোমাতে আমার,
তোমার গন্ধ অন্য শরীরে মিশে যায় সেইটুকুতে কিসের অধিকার।

বেশি কিছু চাই নি তো আমি,
চেয়েছিলাম নতজানু হয়ে থাকলে মাথাটুকু টেনে তুলো,
শয্যাসঙ্গী না হয় না হলে, বিশ্বাসটুকুর অপমান করো না,
যে ঠোঁটে পরপুরুষের গন্ধ সেই ঠোঁট আমি চাই না।