তোর জন্য একটা গোলাপ কিনেছিলাম,
কাঁটা আর পাতাভরা ডালে রক্তলাল গোলাপ,
গোলাপটাকে তুই ভেবে শক্ত করে রেখেছিলাম বুক পকেটে,
বুকটা চিরে ফেলেছিলো মাখনের মতো,
কাঁটারা ক্ষমা করেনি, পাতাদের আমার সহ্য হয় নি।
তোকে শুধু গোলাপটুকু দিয়েছি,
কাঁটা আর পাতাটুকু নিজের জন্য রেখে দিয়েছি।
শেষবার যখন দেখা হয়, শেষ হয় সব সংলাপ,
রিকশায় চেপে শক্ত ঘাড়ে ছিলো চুমুর অস্বীকার।
আমি চেয়েছিলাম তুই চাস নি,
তুই চাইলি যখন আমি চাই নি,
একটা চুমুর আক্ষেপ নিয়ে চলে এসেছি।
হারিয়ে গিয়েছে গোলাপ তোর দেয়াল থেকে-
হারিয়েছে আমাদের সকল সংলাপ –
একদিন তোর জন্যে এনেছিলাম কাঁটাহীন গোলাপ।
