একে একে খসে পড়বে বুধ শুক্র
ধ্বংস হবে মঙ্গল বৃহষ্পতি
শনির বলয় মিশে যাবে নিগূঢ় গহ্বরে।

আর্দ্রা বাণরাজ কালকেয় একীভূত হয়ে যাবে কালপুরুষে
আকাশগঙ্গার আলোকচ্ছটা দেখা যাবে না আর মর্ত্যের আকাশে
তোমার সূর্য আছে, নিষ্কলঙ্ক নির্মোহ দেদীপ্যমান সূর্য।

একা চাঁদ হয়ে ঘুরবো তোমার চারদিকে
তোমার বার্ষিকে তুমি সূর্যকে প্রদক্ষিণ করো
তোমার আহ্নিকে রুহুর আড়ালে সূর্যের আলো তোমাকে দিবো।

সূর্যের আগুনে জ্বলে পুড়ে যাওয়া কলঙ্কময় বুক দিবে তোমার রাতের আলো
তোমার জোয়ারের কারণ হবো প্রবল অভিমানে কিংবা পূর্ণ ভালোবাসায়
সম্পর্কের টানাপোড়েনে তবুও তোমার বুকে শষ্য ফলে সেই সূর্যের আলোয়।

রাহুর আগ্রাসে একে একে ক্ষয়ে যাবে পূর্ণিমা থেকে আমাবস্যা
আবার নূতন জন্ম নিবে বাঁকানো শিং
শিং থেকে থালা, বারংবার জন্ম মৃত্যুর নৃত্য।

আমি চাঁদের মতো,
আমি চাঁদের মতো একা,
বয়ে যাবো তোমার কলঙ্কের দাগ নিয়ে বুকে।

২৪০৭২০২০

(এইটা কি জিনিস হইছে? নিজেই বুঝতেছি না কি এইটা)