ফিরবার আশা করি না!
ফিরবো না জেনেইতো আমি এসেছি,
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তো শুধু আমার ঠিকানা নয়!
আমি তো সারা বিশ্বের, সারা জগতের!
আমি এসেছি না ফেরার প্রত্যয় নিয়ে।
আবেগ আমায় মানায় না,
আমাদের আবেগ শোভা পায় না।
হে মহান নেতা তুমি আবেগের বাহিরে যেতে পারো নি!
তুমি পারো নি তোমার ভালোবাসার এফাকে দুরে ঠেলে দিতে।
তুমি চেয়েছিলে বিন্দু থেকে সিন্ধু রচনা করতে।
তাই পতন দেখেছো তুমি।
কিন্তু হে মহান ফ্যুরার,
আমি, আমরা একবিংশ শতাব্দীর নবযোদ্ধা, নব সহযাত্রী।
তোমার অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়ন ঘটবে।
পতন ঘটাবো মিথ্যে প্রোপাগান্ডার,
তোমার নামে করা অপরাধগুলোর প্রতিশোধ হবে
ভন্ড নব্য নাৎসীরা ধ্বংস হবে তাদের সাম্রাজ্যবাদী প্রভুর মতো।
রাইখের কসম!
হে মহান চ্যান্সেলর,
একবিংশ শতাব্দী হবে অশান্তির যুদ্ধের আবেগহীন এক নির্মম সংগ্রাম!
দ্বিতীয় বিংশ থেকে হবে তোমার স্বপ্নের সুখী সাম্যবাদী পৃথিবী।
ঊনসত্তর বছর কেটে গেছে তোমার স্বপ্নের ধ্বংসাবশেষ হতে নতুন ফিনিক্সের জন্ম হয়েছে।
প্রশস্তি তোমার হে ফ্যুরার
প্রশস্তি তোমার জাতীয় সমাজতন্ত্র।।
২০.০৮.২০১৪
