বুকটা পেতে দিলাম, যতখুশি শর বিঁধো,

ভগ্ন যা, তা আর নতুন করে ভাঙবে কি?

মৃত্যুর পূর্বে জল্লাদের উদ্দেশ্যে কবির শেষ উক্তি।
প্রেমযুদ্ধে পরাজিত কবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো।

জল্লাদের শরে ধ্বংস করা হবে কবিকে, তার কবিত্বকে।

বন্দুক হাতে একসারি জল্লাদ।।
মরার আগে কবির শেষ কবিতা,

‘মাথায় মেরো না, আমি তার স্মৃতিগুলো নিয়ে যেতে চাই। 

চোখে মেরো না, তাকে দেখার সাধ যে এখনো মেটেনি।

বুকটা পেতে দিলাম, যতখুশি শর বিঁধো

ভগ্ন যা, তা আর নতুন করে ভাঙবে কি?’



(৩য় শ্রেণীর কবিতা, শান্তি পাইতেছিনা ইদানিং। লেখা আসতেছে না 😭 যা আসে জঘন্য)