আবারো হবে দেখা,
হয়তো নতুন কোন বাহান্ন, বাষট্টিতে।
আবারো হবে দেখা,
কোন এক মিছিলে হবে কথা স্লোগানে স্লোগানে।
আবারো হবে দেখা
পরিচিত শহরের এই রাজপথে চিড় ধরা উচ্চকিত প্রতিবাদে ।
আবারো হবে দেখা,
রক্ত গোলাপ হাতে তৃষিতের প্রতিবাদে সর্বহারাদের সাথে।
আবারো হবে দেখা,
চীরবিদায়ের পথে, রক্তমাখা পোশাকে অশ্রুকিত চোখে
