যেদিন মৃতেরা উঠবে জেগে, পরবে ঝাপিয়ে হিংস্র হুংকারে,
হেডিসের সৈন্য করবে দখল জিউসের স্বর্গ,
হবে বিতারিত পোসাইডন তার গর্বের সমুদ্র হতে,
অন্ধকারের কালাননে হারাবে বজ্র সুনীল সলিল সবুজ পৃথিবী – – –
দেবতার মৃত্যু
লুসিফারের জাগরণ,
মূর্ত হবে অমর, আলোর হবে মৃত্যু,
হারাবে পৃথিবী আসুরিক আহ্বানে।
ধ্বংস হবে অন্ধ্য জ্ঞানের,
জ্বলবে কৌতুহলের উন্মত্ত আগুন।
জয় লুসিফার,
ভাঙে চিন্তার শেকল, মুক্ত করো জ্ঞান,
জ্বালাও জ্ঞানের ষষ্ঠ তারকা,
আদিষ্ট নিষিদ্ধ সকল জ্ঞানের দড়জা খোলে দাও,
উন্মুক্ত করো তব পঞ্চ তারকার।
জয় লুসিফার, জয় আযাযিল ।
দেবতার পতনে জ্ঞানশক্তির জয় হোক।
জয় হোক তব অহঙ্কারের । । । । । । । । ।
১৭/০৪/২০১৬
