কবিতায় ছন্দ না থাকায় সাফকাতকে মৃত্যুদন্ড দেওয়া হলো,
কবিতায় অশ্লীলতা খুজে না পাওয়ায় কবি থেকে খারিজ করা হলো তাকে,
কিসের কবি সে ?
কিভাবে কবি ?
ছন্দহীন শ্লীল পুরাযুগের পুরাতন কবি ?
শ্লীলতার আড়ালে লুকিয়ে থাকা অশ্লীল মন ।

কাব্য বুঝে না সে,
যা ইচ্ছা তা লিখে বেড়ায় !
কেনো ?
কবিতা কি তার বাপের সম্পত্তি ?
বিচি কেটে খাসি করে দেবো শালাকে,
খাসিদের জন্য কবিতা লেখুক ।
কে সাফকাত?
ফালতু আদিম প্রস্তর যুগের পাথুরে কবি ।
মৃত্যুদন্ড দিলাম তাকে,
লাশোটাকে ভাসিয়ে দেবো সুরমার জলে ।
গলিত দেহটা যেনো তার মেঘনায় মিশে, বয়ে যায় বঙ্গোপসাগরে ।

কবি নামের কলঙ্ক, কাব্যের অবমাননাকারী সাফকাত
ধ্বংশ হোক, ধ্বংশ হোক, ধ্বংশ হোক ।। ।।