এই সেই শহরের রাস্তা,
যারা এই গ্রাম ছেড়ে যায়
আর যারা ফিরে আসে তাদের জন্মস্থানে,
এই রাস্তা ধরেই হাঁটতে হয় তাদের।

এক মা প্রতিদিন এই রাস্তার বাঁকে  একজনের অপেক্ষা করে,
সেই একজন আর কেউ নয় তাঁর ছেলে আইলোস।
যুদ্ধে গিয়ে যে ফিরে আসেনি,
জন্মভূমি থেকে বহুদূরে সে শুয়ে আছে,
ছোট্ট এক এক ভিনদেশী নামের শহরের পাশে।
অচেনা জনেরা তাঁর কবরে ফুল দিয়ে যায়,
তারা বলে সে ছিলো এক রুশ সেনা,
এক বীর, এক মুক্তিযোদ্ধা।

কিন্তু তাঁর কাছে সে ছিলো শুধুই এক সন্তান,
যার সবকিছুই তিনি জানতেন-
যেদিন তার জন্ম হয় সেদিন থেকে যেদিন সে যুদ্ধে যায়।
সে ছিলো আমাদের বন্ধু,
আমরা বলে যাই তাঁর গল্প,
এক না বলা গল্প, যা অনেকেই জানে না-
এমন কি তাঁর মাও না।

সে এক বীরের গল্প, এক মুক্তিযোদ্ধার গল্প।

(রাশিয়ান এক চরণ কবিতার শুরুর অংশের অনুবাদ)

তারিখ ০৯/০১/২০১৬