জীবন সায়াহ্নে আছি বসিয়া,
মানুষেরা বহুদূর,
দূর আকাশে ডুবিছে সূর্য্য,
পায়ে গোধূলীর রোদ্দুর।
গগনে চমকিছে বিদ্যুৎ, গুরু গর্জিছে বাঁজ;
আমারি জীবনাকাশে আজ ঘনিয়াছে মহাসাঁজ।
স্তব্ধ ধরণী কাতর হিয়া,
বিদায়ের অভিপ্রায়;
বিদায়ের ঘন্টা বাজিতেছে শুনি,
যাইতেই হবে তায় ।।
