মাননীয় আদালত,
আমাকে ফাঁসী দিন!
আমি খুনি!
নিজের ইচ্ছেটাকে বার বার নিজহাতে গলা টিপে হত্যা করেছি!
নিজের ভিতরের মানবসত্তাটিকে বিক্রি করে দিয়েছি নিতান্ত অল্প দামে।

মাননীয় আদালত,
আমায় ফাঁসী দিন!
মনুষ্যত্বকে হত্যা করেছি আমি
নিজেকে পশুরও অধম বানিয়েছি,
বানিয়েছি কাপুরুষ, সাহস জলাঞ্জলি দিয়েছি স্বার্থের তরে।

মাননীয় আদালত,
আমায় ফাঁসী দিন!
আমারি চোখের সামনে এই সমাজ নষ্ট হয়েছে
আমি শুধু দেখেছি, কিছু করতে আসি নি।
আমারি সামনে পিতৃমাতৃ হত্যা করলো সন্তান।
আমি শুধু গালি দিয়েছি, শুধরাতে যাই নি।

মাননীয় আদালত,
আমায় ফাঁসী দিন!
এই অবক্ষয়ের দায়ভার যে আমারো!
আমিওতো এই নষ্ট সমাজের প্রতিনিধি।
আমি দোষী, আমি খুনি, আমি হন্তারক।
আমাকে ফাঁসী দিন, ফাঁসী দিন।।

১৩.১১.১৫