মোদি এলো মোদি গেলো,
মদের নেশায় চুবিয়ে গেলো,
মমতা এলো মমতা গেলো,
পানিসব নিয়ে গেলো,
খাও বাঙালী খাও নির্জলা মদ খাও,
মদের নেশায় চুর হয়ে চুপ করে বসে যাও,
দেশে বসেই এবার পাবে মরুভূমির স্বাদ,
জোব্বা আলখেল্লা হবে জাতীয় লেবাস।

জয় বাংলা, জয় দেশরত্ন,
দেশ বেঁচে নেন নিজের যত্ন।
বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী তুই বেঁচে থাক।
গ্রীষ্মে মানুষ মরুক পুঁড়ে,
বর্ষায় যাক ভেসে,
আমার কিবা যায় আসে বলবেন তারা হেসে।

দেশটা তোমার দেশটা আমার
রত্ন নেত্রী কারো নয়,
লক্ষ প্রাণের স্বাধীনতা বিক্রির তবে কেমনে হয়?
১৬ কোটি বাঙ্গালী, ৩২ কোটি মুষ্টি
জাগো এবার নিদ্রা শেষে দেখাও অসন্তুষ্টি।।।।

দুনিয়ার মজদুর
এক হও,
এক হও লড়াই করো,
আপন অধিকার ছিনিয়ে আনো।।।।।

08.06.15