তুমি আমাকে কবি হতে বলো!

আমি কি করে কবি হবো?

আমার কি কেউ আছে, আমার কি কেউ কখনো ছিলো?

সুনীল কবি হতে পেরেছে, তার বরুণা ছিলো!

বনলতা ছিলো কার বলো?

তাকে ভালোবেসেইতো ছেলেটা জীবনানন্দ হলো!

দান্তের বিয়েট্রিস, হাফিজের চাখি

অঞ্জনের রঞ্জনা, নচিকেতার রাজশ্রী

এরকম আরো কত,

আমার কে আছে? কে আমাকে ভালোবাসে?

কাউকে কি পাবো শেষে? একা আছে মানুষ যত!