সব শালা বুর্জোয়া ভোগবাদী লুম্পেন !
নারী দিবস করতেছো ?
সে তো কু প্রথা !
নারীকে বার বার মনে করিয়ে দেওয়ার চেষ্টা যে তুমি নিচে, তুমি উঁচা –
মহিলা সমিতি করেছো ?
নিজেই নিজেকে নিচে নামিয়েছো ।
নারী তুমি মহান,
তোমার অধিকার তোমার চিন্তায় তোমার চেতনায়
কোন পুরুষের কুক্ষিগত নয় !
তুমি মা, তুমি বোন, তুমি জায়া, তুমি প্রেয়সী !
হাস্যকর !
কেন পুরুষের সাথে সম্পর্কের প্রত্যাশী !
তুমি মানুষ, তুমি সবল, তুমি তরুণ, চঞ্চল ।
তুমি পুরুষের সহযোগী নও সহযাত্রী ।
তুমি অর্ধাঙ্গীনি নও পুর্ণাঙ্গ ।
তবে কেন মিছে পিছিয়ে থাকো ?
কেন মিছে কাকুতি জানাও পুরুষের কাছে অধিকারের ?
সব পুরুষ শালা ভোগবাদী,
যতদিন তুমি তুমি তাদের কাছে অধিকারবাদী ।
আপন অধিকার আপনি প্রতিষ্ঠিত হও, আদায় করে নাও ।
ফেলে দাও যত নারী দিবস, মহিলা সমিতি মন্ত্রনালয়,
মনে করিয়ে দেওয়া যতসব আস্তাকুড় পুরুষের ফিরে যাওয়া সেই পুরুষের আলয় ।
আপন আলোয় উদ্ভাসিত হও ।
পুরুষ নও তুমি, পুরুষের সম অধিকার কেন চাও ?
তুমি মানুষ, মানুষের অধিকার ছিনিয়ে নাও ।
ভেঙে ফেলো সব বাঁধা, নিয়ম কানুন শৃঙ্খল –
তোমার অধিকার তোমার কাছে, তোমাতেই তার আগল ।
ভেঙে দাও গুড়িয়ে দাও, জেগে উঠো স্বমহিমায় চির চিতচঞ্চল !!
