আর কবিতা লিখবো না আমি,
কবিতার ছন্দ হারিয়ে গেছে,
হারিয়ে গেছে কোন শূয়োপোকার প্রজাপতি হওয়ার মত।
লাগামহীন মুক্ত ঘোড়ার মত পালিয়ে গেছে গহীন অরণ্যে।
ডুব দিয়েছে কোন গভীর সমদ্রে, না ফেরার পথে।

ছন্দহীন ভ্রান্ত কবি আমি, গদ্যের সুরে কবিতা শুনাই!
অকথ্য, অশ্রাব্য –
কবিতার নামে অপাচ্য ফালতু শব্দের সমাহার।
প্রতিষ্ঠার আগেই বিদ্ধস্ত কাব্যমন্দিরের চৌকাঠে দাঁড়িয়ে,
আমি প্রতিজ্ঞা করছি,
আর কবিতা লিখবো না,
আর লিখবো না, যতদিন না শব্দরা ছন্দ খোঁজে পায়,
যতদিন না কবিতার কলমটি দ্রোহের আগুন থেকে মুক্তি পায়,
যেদিন না আবার এই দিকভ্রান্ত মিথ্যে কবির হৃদয়ে ছন্দ ফিরে আসে।

কবিতা আর আসবে না,
কবিতার কফিনে শেষ পেরেকটি গেঁথে দিলাম।