আমি তোমাকে মুক্তি দিচ্ছি,
আর অপেক্ষা করতে হবে না আমার জন্য ঝাঁঝালো রোদে –
আর শুনতে হবে না হাজারটা কৈফিয়ত,
শিকলটা কেটে দিচ্ছি আমি,
রাত বিরাতে সজাগ থাকতে হবে না আর,
শুনতে হবে না আর আমার অহেতুক কথা ।
তুমি আজ মুক্ত –
আমি ক্লান্ত, আর পারছি না সম্পর্কের এই অবিশ্বাস টেনে নিতে ।
ধোকার বেড়াজালে আমি হাপিয়ে উঠেছি ।
মেকি স্মার্টনেস দেখাতে পারছিনা আর ।
আমাকে নিয়ে আর লজ্জায় পরতে হবে না,
আর দেখতে হবে না এই গেঁয়ো ভুতকে ।
মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াও আজ সকলের আকাশে,
কেউ আর জোর করবে না তার আকাশের স্বন্ধ্যাতারাটি হতে ।
কেউ আর চাইবে না নরম হাতটি ধরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় নষ্ট করতে ।
তুমি ভালো, তুমি আরো ভালো পাবে,
আমার চেয়ে হাজার গুণ ভালো পাবে ।
যে তোমাকে নিয়ে হাস্যকর কোন কবিতার তাজমহল লিখবে না,
বাস্তব তাজমহল গড়ে দিবে ।
তোমাকে নিয়ে ফুটপাথে বসে বাদাম নিয়ে সারা স্বন্ধ্যা কাটিয়ে দিবে না,
মৃদু আলোর কোন পাঁচতারায় নিয়ে যাবে ।
যে তোমাকে নিয়ে হাটবে না রাস্তা ধরে,
উড়িয়ে নিয়ে যাবে তার যান্ত্রিক ঘোড়ায়,
বাতাসে উড়বে তোমার রেশমি চুল ।
আজ তুমি মুক্ত,
মুক্ত এই বৃথা স্বপ্নবাদী বাস্তু কবির থেকে ।
মুক্ত, মুক্ত, মুক্ত !!
