আমি অন্ধকারের পোকা, সারা রাত্রি ডেকে যাওয়া কোন এক বিষণ্ণ ঝিঝি পোকা।
ঝিম ঝিম ঝিম ঝিম ডেকে যাওয়া একাকি রাত,
রাতের পর রাত,
ধোকার পর ধোকা।
কিংবা রাতের আকাশে একা উড়ে যাওয়া কোন এক ভুতুম পেঁচা,
পেটের দায়ে খুজে চলেছে ইঁদুর, ব্যাঙ, সাপ,
সাথে নিয়ে একাকিত্ব ঘুচানোর তীব্র তেষ্টা –
খাওয়ার আগে শিকারের সাথেই কিছুটা সময় কাটিয়ে নেয়ার ব্যার্থ চেষ্টা।
নয়তো কোন ভয়ংকর রক্তলোলুপ ভ্যাম্পায়ার,
রক্তের নেশায় লেলিহান জিভ,
বিষাক্ত নিঃস্বাস নিয়ে খুজে বেড়াই নতুন শিকার,
তবুও সে নিঃসঙ্গ, অমর বৃথা যৌবন হায়,
সহস্র বর্ষের শত সহস্র রাত একা কেটে যায়।

অথবা অন্ধকারের অধীশ্বর সেই কালো লুসিফার,
যার ভয়ে মর্ত্যের শিশুদের মনে যায় মাতৃদুগ্ধের স্বাদ, ছেড়ে দেওয়ারও কয়েক দশক পর।
বীভৎস নৃশংস নিশানাথ আমি, পাতাল রাজ হেডিস,
ধ্বংসের ধ্বজ্জাধারী সুভ্রতার চীর শত্রু আনুবিস।