আরনেস্তো চে গ্যাভারা

সালাম হে গুরু । নিপীড়িত প্রলেতারিয়েতের জন্য আত্মাহুতি দেওয়া এই মহানায়কের গুনগান কোনভাবেই শেষ হবার নয় । গুরু তোমায় হাজার হাজার বিপ্লবী লাল সালাম । সমাজতন্ত্রী হয়েও প্রথাগত সমাজতন্ত্রের ধার ধারোনি তুমি । আজ কেউ মার্ক্সবাদী, কেউ মাওবাদী, গুরু যে যাই হোক আমি চেবাদী ।

তুমি একাধারে ছিলে একজন চিকিৎসক, লেখক, গেরিলা যোদ্ধা, কূটনীতিক, যোদ্ধবোদ্ধা । আদর্শিক সংগ্রামে তুমি হয়তো আত্মদান করেছো কিন্তু সর্বহারাদের জন্য আশা দিয়েছো । কিউবা বিজয়ের পর তোমার সহযোদ্ধাদের মতো তুমিও পারতে তাদের মত কিউবায় জীবনটাকে সাজাতে, পারতে ছোট্ট একটা সুখি সংসার বানাতে ! কিন্তু তুমি তো ওদের মতো নও ! নজরুলের ভাষায় বলতে হয়,

” মহা বিদ্রোহী রণক্লান্ত,

আমি সেইদিন হব শান্ত,

যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্মাচারীর খড়গ কৃপাণ ভীমরণভূমে রনিবে না ।

বিদ্রোহী রণক্লান্ত

আমি সেইদিন হব শান্ত ।। ”

তাইতো সুখের জীবন, সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতকে ছুড়ে ফেলে ছুটে গিয়েছিলে অত্যাচারিতকে রক্ষায় । গুরু তুমি এক, তুমি অনন্য, তোমার কোন তুলনা হয় না । আজ যখন সাম্রাজ্যবাদীদের ঘৃণ্য অত্যাচারে পৃথিবী জর্জরিত তখন একটা কথাই মনে হয় । চে তুমি কোথায় ? তুমি আবার আসো চে, বাঁচাও আমাদের প্রাণের এই পৃথিবীকে ।

হে মহান বিপ্লবী, শত সহস্র লাল সালাম তোমার সম্মানে !!

কারো মনে আছে কিনা জানি না । আজ মহান বিপ্লবী আরনেস্তো চে গ্যাভারা এর ৮৬ তম জন্মদিন । হ্যাঁ আজকের এইদিনে আর্জেন্টিনার রোজারিও সান্তা ফে তে জন্ম নেন এই মহান নেতা ।

দাড়িহীন চে