আইজ টিউশনিতে যাইতে বাহির হইছি পথেই একজনের সাথে দেখা কোলে উনার ছোট্ট বাচ্চা বয়স বড়জোর দুই বছর হেব্বি পটর পটর করে,( নতুন কথা শিখছে তো ) মিস্পটেকলি ভুল কইরা বাচ্চাটারে বইলা ফেলছি,
– কি অবস্থা ভাইয়া, আব্বুর সাথে ঘুরতে আসছো ? বুউউউউউউউউউউউউউউউ
বাচ্চায় কয়,
– অলে অলে অলে ………………

কিন্তু কাহিনী করলো বাচ্চার বাপ । বেটায় রাইগা ফায়ার । ঠান্ডা গলায় কইল
– মঞ্জু, আমি তর চাচা লাগি নি ? না তর চাচার বয়সের আমি ? আমার ফুরিরে ভাইয়া ডাকস কেরে ?
– স্যরি ভাই ভুল হইয়া গেছে, আর হইবে না ।
– যা আমার সামনে থিকা, ভাবছিলাম ডিউ খাওয়াইমু, ওখন আর খাওয়াইতাম নায় । আমার সামনে আর পরিস না । পরলে তর খবর আছে ।

আহারে  সেই ছোটকাল থিকা বাচ্চাকাচ্চাগো ভাইয়া ডাইকা আইতেছি আর এখন ভাইয়া ডাকলে বাচ্চার বাপেরা মাইন্ড খাইয়া যায়  বয়স কি বারতেছে না ?
সেদিন আবার ক্লাশ এইটের পিচ্চি একটা রিকু পাঠাইছে  can u ever imagine ২০০০ সালে জন্ম নেওয়া পিচ্চি পুলা রেকু দেয়