আজ টিউশনি শেষ কইরা স্টেডিয়াম থিকা সিএনজিতে উঠলাম সুরমা আইমু । পিছনে বসছি । সুবিদবাজারে এক আপু (অবশ্যই অপরিচিত, দুনিয়ার সব আপু আমার পরিচিত নাকি! আজব!) উঠলো সাথে দুইটা ট্যাবলেট (পিচ্চি) একটা চার পাঁচ বছরের আরেকটা কয়েক মাস । তো সিট না থাকায় কি আর করা আপু বসলো একটাতে (আমার পাশে! চিন্তাভাবনা বন্ধ করেন) আমি নিজেই উনার ছোটটারে টানিয়া কোলে নিলেম (অন্যকে সাহায্য করা উচিত কিন্তু!) মদিনা মার্কেট আসার পর টের পাইলাম আমার পেন্টটা কেন জানি ভিজা ভিজা লাগতেছে ! পিচ্চিটার নিচে হাত দিয়া দেখি কাম সারছে (ইয়াল্লাহ আমি শেষ) আমার কোল্টারে বাথরুম ভাইবা মহানন্দে উনি ছোট কর্ম করিয়া ফালাইছেন । কি আর করা শক্ত হইয়া বইসা রইলাম (কি যে পেইন!) সুরমা আইসা আপুরে উনার ট্যাবলেট বুঝাইয়া দিয়া নাইমা পরলাম । আল্লায় বাচাইছে কালো পেন্ট ছিলো ভিজাটা বুঝা যায় নাই, নইলে মানুষ আবার অন্য কিছু ভাবতো । (দুষ্টুলোকের তো আর অভাব নাই!)