বাচ্চা বাচ্চা মেয়েগুলা মা হইয়া গেলোগা !!!!!!!
কিছুদিন আগে শুনি যে আমার দুই ইয়ার জুনিওর এক মেয়ের একটা গ্যাদা হইছে ! লাজ শরম নাই মাইয়া আবার ফোন দিয়া কয়
– মঞ্জু ভাইয়া আমার একটা মেয়ে হইছে, ” র ” দিয়া শুরু হয় এমন কয়েকটা নাম দিও ।
– আরে তর বিয়া না হেইদিন খালি অইলো এক বছরও হইছে না আবার বাইচ্চা কেমনে ?
– ধুর, গত ডিসেম্বরে বিয়ে হইছিলো, এক বছরের উপরে হইছে । নাম দিও ।
– বাপে কিতা করে ? হে নাম দিতো পারে না ?
– ও চায় জ দিয়ে রাখতে, আমি চাই র দিয়ে । তারাতারি নাম পাঠাইও । রাখি, আর সুযোগ পাইলে বাবুরে দেইখা যাইও ।
কন তো কেমন লাগে !!!!!!
