ওহে মানবতার মুখোশধারী নিষ্ঠুর শব ব্যবসায়ী –
কোথায় তোমার মানবতা ,
যখন ফিলিস্তিনের নিরপরাধ শিশুদের লাশের উপর ইসরাঈলী সেনার উন্মত্য নৃত্য দেখি !
কোথায় তোমার মূল্যবোধ ,
যখন কাশ্মীরে আমার বোন ধর্ষিতা হয় !
কোথায় তোমার মানবাধিকার ,
যখন আরাকানে আমার ভাইদের তাদের সাতপুরুষের ভিটা থেকে নিক্ষেপ করা হয় সমুদ্রের জলে !
আফগান , লিবিয়া – ইরাকে যখন চলে নিষ্ঠুর সাম্রাজ্যবাদের লোভী আগ্রাসন –
তখন কোথায় থাকে তোমার বৈশ্চিক সম্প্রিতি !
নাকি সবকিছু তোলা সেইসব লোভী শব ব্যবসায়ীদের জন্য –
যাদের পক্ষে সাফাই গাইলে নোবেল পাওয়া যায় ,
যাদের গুণগান করলে নায়ক হওয়া যায় !
ধিক শত ধিক সভ্য দাবীকারী সেইসব অসভ্য শবাহারী ঘৃণ্য পশুদের
আর তাদের পদলেহনকারী পরজীবি কীটদের ।
