যেদিন আমি চলে যাব 
সেদিন কি এমনি করে আকাশ ভেঙ্গে বৃষ্টি হবে , 
সেদিন কি তুমি কাঁদবে – 
হয়তো কাঁদবে হয়তো না , 
হয়তো খুশিই হবে যাক আপদটা বিদেয় হয়েছে আর জ্বালাবে না ; 
কিন্তু প্রিয়তমা আমি যে তোমাকে ভালবাসতাম । 
সেই ভালবাসা না পেলেও পেয়েছি একরাশ ঘৃণা 
সেটাইবা মন্দ কি কিছুতো পেলাম এতেই আমি খুশি , 
তোমার দেওয়া একরাশ ঘৃণা সযতনে নিয়ে যাব আমার ছোট্ট অন্ধকার ঘরটায় যেটায় কারো প্রবেশাধিকার নাই ,
এমন কি তোমারও ।
যেখানেই থাকো সুখে থাকো ,
কি অবাক হচ্ছ ,
অবাক হবার কিছু নেই তোমার সুখই তো আমার কাম্য ।
আমি যে তোমাকে ভালবাসি তোমার দুঃখ যে সইতে পারি না ।
তুমি সুখি হও ,
দুর থেকে এই দেখে এই দেখে অমি শান্তি পাব ।
তোমাকে ভালবাসি তাই ভালবেসে যাব মৃত্যুর পরে ও ,
যাচ্চি আমি ,
শুধু একটি অনুরোধ ভুলে যেও না আমায় ,
হৃদয়ের ছোট্ট একটি কোণায় নিতান্ত অবহেলা করেও আমাকে রেখে দিও ,
মাঝে মাঝে মনে করে একটু ভ্রুকুটি করো ,
এতেই চলবে আমার ।

বিদায় প্রিয়তমা , বিদায় পৃথিবী !!!