মিসরে এখন মধ্যরাত,

কায়রোর পাশ দিয়ে কুল কুল বয়ে যাচ্ছে সহস্রাব্দের পুরাতন নদী নাইল ।

কত শত সভ্যতা দেখেছে সে !

কত কত পরাক্রমশালী শাসক শোষকের নিদারুন পতন দেখেছে সে,

কত শত নবী রাসুলের পথচলা দেখেছে সে ।

আজো সে বয়ে চলে নিরবধী কালের নীরব সাক্ষী হয়ে ।

নাইলকে প্রশ্ন করেছিলাম, “আচ্ছা তুমি কি জানো আমার দেশে এখন কি চলছে ?”

“একজন নিরপরাধ মানুষকে ঝুলিয়ে দিয়েছে তারা ”

তুমি কি জানো ?

নাইল কিছু বলে না চুপচাপ বয়ে চলে নিরবধি ।

তার চলায় এক ছন্দ আছে ঠিক যেনো আমাদের সুরমা –

বিশাল নদি অথচ কি শান্ত !

কালের সাক্ষী ! হঠাত নদীতে ঘূর্ণি !

সে কি কিছু বলতে চাইছে ?

সে কি বলতে চাইছে –

“ওহে শুন হে বংগসন্তান আমারই বুক চিড়ে গিয়েছিলেন মুসা নবী,

আমাতেই ডুবে মরেছে জালেম ফিরাউন

আমার তিরে বসেই হয়েছে সালাউদ্দিন আইয়ুবী,

আমার পাশেই যুদ্ধ করেছে খালিদ ইবন ওয়ালিদ,

আমারই বুকের উপর দিয়ে গেছে তারিক কাশিমরা,

আমাতেই শিক্ষা নিয়েছে বান্না কুতুবরা ।

আর তুমি আমাকে তোমার দেশের কথা বলছো ?”

“আল্লাহ্‌ এর দুনিয়ায় কোন কিছুই বিনা কারণে হয় না,

জাকারিয়া নবীকে তারা হত্যা করলো জেনার কারনে

কিন্তু তার শাহাদাতে প্রমান হয়েছিলো তিনি নির্দোষ,

বান্নাকে তারা মারলো তারা রাস্তায় ফেলে,

আজ বান্না দুনিয়ায় আদর্শ, কিয়ামাতের আগে পর্যন্ত তার শাহাদাত উৎসাহ দেবে মুজাহীদদের,

নিরপরাধের রক্তের মাধ্যমেই রচিত হবে নতুন ইতিহাস,

সবর করো বাছা বিজয়ের অই আওয়াজ শুনি দূর পদ্মা,মেঘনা, যমুনার পারে” ।